করোনাভাইরাসের সংকটকালে রোগীদের অনলাইনে অডিও ও ভিডিও কলের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ‘ডাক্তারখানা’।
গত ১৮ মার্চ থেকে রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে অনলাইনে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
ডাক্তারখানার প্রতিষ্ঠাতা ডা. রতীন্দ্র নাথ মণ্ডল বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে অনেকেই হাসপাতালে যেতে পারছেন না। ঘরে বসেই তারা যেনো বিনামূল্যে চিকিৎসাসেবা পান তাই আমরা এই টেলিমেডিসিন সেবা চালু করেছি। সারাদেশে ডাক্তারখানার ৬৬ টি শাখার শতাধিক চিকিৎসক রোগীদের অনলাইনে কোনো ফি ছাড়াই স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলোতে (০১৬২৫৭৯৫১২২, ০১৮৪২৭১৬৮৯৬, ০১৭১৭১৩৭৪৭৯, ০১৭৫৭৬৯৮০৮০, ০১৯৮৮০৪১০৯২, ০১৭৬৬৮৭৮৯৮৮) ফোন দিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়া যাবে। এছাড়া সারাদেশে ডাক্তারখানার ৬৬টি শাখায় ফোন দিয়েও বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে। সব শাখার নম্বর পাওয়া যাবে এই পেজে (https://www.facebook.com/DaktarKhana.GPCenter)
উল্লেখ্য, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের জনপ্রিয় রেফারেল চিকিৎসার মডেলের আদলে বাংলাদেশে ‘ডাক্তারখানা’ চালু করেছেন একদল তরুণ চিকিৎসক। যাতে মানুষের কাছে সহজেই বোধগম্য হয় তাই দেশে এর নাম দেওয়া হয়েছে ‘ডাক্তারখানা’। ডাক্তারখানার আভিধানিক নাম জেনারেল প্র্যাকটিস বা জিপি সেন্টার। এটি চিকিৎসাবিদ্যায় স্ট্রাকচারাল রেফারেল পদ্ধতির প্রথম ধাপ। এ পদ্ধতিতে একটি নির্দিষ্ট ইউনিয়ন বা ওয়ার্ডের সব বাসিন্দা ওই এলাকার জেনারেল প্র্যাকটিস সেন্টারে একজন এমবিবিএস চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নেয়। এ সেন্টারে ওই এলাকার সব রোগীর তথ্য ও রোগের ইতিহাস থাকে। জটিল রোগের ক্ষেত্রে এই সেন্টারের চিকিৎসক রোগীকে নির্দিষ্ট বিশেষজ্ঞের কাছে রেফার করেন। বর্তমানে সারাদেশে ডাক্তারখানার ৬৬টি শাখা চালু রয়েছে। বিজ্ঞপ্তি। read more…